নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৩,জুলাই :: আলমপুরের বিধ্বংসী আগুন। আন্দুল রোডে একটি পিচের কারখানায় আগুন। আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বেলা ১১টা নাগাদ কারখানা চালু থাকাকালীন বিকট শব্দ শোনা যায়,তারপরেই আগুন দেখা যায়।শ্রমিকরা কাজ করা অবস্থায় আগুন লাগলেও কারো হতাহতের এখনো কোন খবর নেই। আশেপাশের কারখানার শ্রমিকরা ভয়ে কাজ বন্ধ করে কারখানা থেকে বাইরে বেরিয়ে আসেন। পিচ কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফোমও ব্যবহার করছে দমকল।