আলাস্কায় শেষ হয়েছে ইউক্রেন নিয়ে ট্রাম্প পুতিন নিষ্ফলা বৈঠক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: শনিবার ১৬,আগস্ট :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ আগস্ট ২০২৫-এ, অ্যাঙ্করেজ, আলাস্কায় ।

পুতিনকে রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হয়, বিমানবাহিনীর প্রদর্শনী হয়, এবং ট্রাম্প তাঁকে তাঁর বেক্তিগত গাড়ি “The Beast” লিমোজিনে আমন্ত্রণ করেন এভাবেই পুতিনকে স্বাগত জানানো হয় । প্রায় তিন ঘণ্টার ব্যক্তিগত আলোচনার পর ট্রাম্প-পুতিন যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন, কিন্তু কোনো প্রশ্ন গ্রহণ করেননি এবং প্রায় ১২-মিনিটের মধ্যেই তাঁরা বেরিয়ে যান ।

ট্রাম্প জানান “অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে, কিন্তু বড় বিষয়ে চুক্তিতে আসা যায়নি।” কথাগুলো দিয়ে তিনি কিছুটা আশাবাদ দেখিয়েছেন ।

পুতিন এর মত শান্তির পূর্ণ চুক্তি হতে “বিরোধের মূল কারণ” দূর করতে হবে বলে বলেন; ইউক্রেনের পূর্বাঞ্চল এবং NATO প্রবেশ নিয়ে শর্ত জোরদারের কথা তুলে ধরেন ।

বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি আসেনি; এটি সংবাদ সম্মেলনের বক্তব্যেই স্পষ্ট   হয়েছে । যুদ্ধে অংশগ্রহণের দায়ে পালিয়ে থাকা অবস্থায় পশ্চিমা দেশে এই বৈঠকে আসা নিজেই পুতিনের জন্য কূটনৈতিক জয় ।

ট্রাম্প ভবিষ্যতে জেলেনেস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করার ইঙ্গিত দেন, তবে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি ঘোষণা করা হয়নি । ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২১ সালের পর প্রথমবার শীর্ষ পর্যায়ের বৈঠক দুই রাষ্ট্রপ্রধানের।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়েই এই দ্বিপাক্ষিক বৈঠক। যুদ্ধ কি থামবে ইউক্রেন-রাশিয়ার? কেবল ইউক্রেন নয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। এদিন বৈঠক শেষে ট্রাম্পের দাবি, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, “আজকের বৈঠকের সূত্র ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যদিও কিছু বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আমরা আশাবাদী সেই সমাধানেও আমরা খুব দ্রুত পৌঁছোতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =