আলিপুরদুয়ারের তুলসীপাড়া চা বাগান থেকে উদ্ধার করলো একটি চিতাবাঘ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ৭,মার্চ :: আলিপুরদুয়ারের তুলসীপাড়া চা বাগান থেকে উদ্ধার করলো একটি চিতাবাঘ । সূত্রের খবর সাতসকালেই বাগানের শ্রমিকেরা কুলি লাইনের অদুরেই একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘকে দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়ে ।

প্রসাশনিক স্তর থেকে খবর যায় বন দপ্তরের কাছে । অনতি বিলম্বেই বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে যায় এবং খাঁচা পাতা হয় । অবশেষে অনেক কসরতের পর ধরা পড়ে পূর্ণ বয়স্ক চিতাবাঘটি । চা শ্রমিক ও তাদের পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =