নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ১,নভেম্বর :: আলিপুরদুয়ারে সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়ার মধ্যে তুমুল বিতর্ক ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে দু’দিন আগে, যখন সাংসদ চা-বাগান এলাকার কিছু বাসিন্দাকে নিয়ে ত্রাণ বিতরণ সংক্রান্ত বিষয়ে বিডিও অফিসে যান।
অভিযোগ, পর্যাপ্ত সরকারি সাহায্য না মেলায় ক্ষুব্ধ সাংসদ বিডিওকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কি পার্টি করতে এসেছেন? আমি বারবার ত্রিপাল চেয়েছি, কেন দেননি?” এমনকি তিনি আরও বলেন, “বিডিও করতে এলে করেন, না হলে তৃণমূলের ঝাণ্ডা হাতে নিন।”
ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। কেউ একে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ আবার শালীনতার সীমা লঙ্ঘন বলছেন।

