আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্তর্গত ১৫ টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রোজেক্টের অন্তর্গত আধুনিককরণ করা হচ্ছে।

সজল দাশগুপ্ত   :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ৫,আগস্ট :: আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্তর্গত ১৫ টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রোজেক্টের অন্তর্গত আধুনিককরণ করা হচ্ছে। ৬ আগষ্ট ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রকল্পের সূচনা  করবেন । আলিপুরদুয়ার জংশনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিৎ গৌতম ।

রেলের আলিপুরদুয়ার ভিভিশনের অন্তর্গত ১৫ টি স্টেশনকে অমৃত ভারত প্রোজেক্টের অন্তগত আনা হয়েছে এর মধ‍্যে অসমের পাঁচটি ও পশ্চিমবঙ্গের দশটি । আলিপুরদুয়ার জেলার হাসিমারা , ফালাকাটা, দলগাঁও, কামাখ্যাগুড়ি, নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =