নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বুধবার ১৪,মে :: এদিন NOQ স্টেশনে নিযুক্ত লেডি হেড কনস্টেবল স্বপ্না দাস, দুপুর বারোটা নাগাদ দেখতে পান নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একজন গর্ভবতী মহিলার প্রসব বেদনা অনুভব করছেন ।
এই দৃশ্য দেখবার পর তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা করার জন্য অবহিত করেন।
ঘটনার খবর শোনা মাত্র চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় তবে তার আগে মহিলাটি একটি শিশুর জন্ম দেন। আলিপুরদুয়ারের শিশু সহায়তা ডেস্কের আরপিএফ মহিলা কর্মীরা প্রাথমিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করেন।
রেলওয়ে মেডিকেল অফিসার ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং মা এবং নবজাতক উভয়কেই আরও চিকিৎসার জন্য আলিপুরদুয়ারের রেলওয়ে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।
ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করবার জানা যায়, নেহা দেবী, বয়স ২৬ বছর, তিনি রূপেশ মহালদারের স্ত্রী, শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা, পি.ও. মথুরাপুর, ভাগলপুর (বিহার)। তিনি ট্রেন নং ১২৫১৬ ডিএন (GHY–MLDT) তে ভ্রমণ করছিলেন এবং প্রসববেদনার কারণে NOQ-তে নেমে যান। ঘটনার ফলে, ট্রেন নং ১৩১৪২ ডিএন NOQ স্টেশন থেকে প্রায় ১ ঘন্টা ২১ মিনিট দেরিতে ছাড়ে।