আলুচাষিদের বিমার সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবিতে বর্ধমানে জেলাশাসক কার্যালয়ে বিক্ষোভ আলু চাষীদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: এদিন তারা বর্ধমান শহরের টাউন হল থেকে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের দপ্তরের আসেন,সেখানেও বিক্ষোভ দেখান তারা। আলুচাষিদের ক্ষতিপূরণে দুর্নীতি ও ১০০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আন্দোলনে নামে কৃষক ঐক্য মঞ্চ। মূলত মেমারী-১ ও মেমারী-২ এর ব্লকের আলু চাষীরা আন্দোলনে।

চাষীদের অভিযোগ, বিমা ক্ষতিপূরণের পরিমাপ ঠিক মতো দেওয়া হচ্ছে না।কোন জায়গায় ক্ষতিপূরণ অনুযায়ী বেশী দেওয়া হচ্ছে, আবার কোন জায়গায় ক্ষতিপূরণের পরিমাণ কম দেওয়া হচ্ছে। মেমারী-১ ও ২ ব্লকেই মূলত বিমা ক্ষতিপূরণ নিয়ে এই রকম বৈষম্য দেখা যাচ্ছে বলে অভিযোগ। ক্ষতিপূরণে বৈষম্য না করে আলু চাষে বিমার সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা দিতে হবে পূর্ব বর্ধমান জেলাশাসক রাধিকা কে আইয়ারের কাছে ডেপুটেশন দেন চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 10 =