আলুভাজা ছাড়া ভাত খাবে না। থানার লকাপে চোরের আবদারে হুলুস্থুল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: রবিবার ২৭,জুলাই :: আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর। থানার লকাপে আবদার চোরের। নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে।একটি ভাতেও মুখে না দিয়ে জেদ ধরে বসে থাকছে আলু ভাজার জন্য। আলুভাজা না হলে খাবে না ভাত।

আর তাতেই বড় বিপাকে পুলিশকর্মীরা। মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুলুস্থুলুস পড়ে যায় থানায়।।হাজার চেষ্টাতেও কোন খাবারই মুখে দিলেন না চোর বাবা জীবন।। অবশেষে হোটেল থেকে আলু ভেজে এনে শান্তি।। শান্তিপুর থানার এই ঘটনায় হতবাক পুলিশ কর্মীরা।

সম্প্রতি পরপর তিনটি চুরির ঘটনার অভিযোগে এক চোরকে ধরে বিপাকে পুলিশ। জানা যায় নদীয়ার তাহেরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত্ম বাড়ছিল। তদন্ত নেমে তাহেরপুর থানা এলাকার থেকে তন্ময় রায় নামে এক যুবক কে চোর সন্দেহ নিয়ে আসে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ।

এরপর থেকেই খয়রাতীর শেষ নেই পুলিশের। চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। চোরের একটাই দাবি আমার আলু ভাজা চাই। আলু ভাজা ছাড়া ভাত রুটি কিছুই খাব না। যতক্ষণ না পর্যন্ত আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবার মুখের সামনে রেখে গো ধরে বসে থাকে চোর,

কেন খাবার খাচ্ছে না এই কথা পুলিশ জিজ্ঞাসা করতেই চোরের মুখে একটাই কথা আমার আলু ভাজা চাই। চোরের আবদার মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠেছে পুলিশের। যেখান থেকেই হোক ব্যবস্থা করা হচ্ছে সেই আলু ভাজা। সকাল দুপুর রাত্রি আলু ভাজার আবদারের জন্য বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের।

বিষয়টি হাস্যকর হলেও চোরের আবদার মেটাতেই হচ্ছে পুলিশকে। এমত পরিস্থিতিতে চোরের পেট শান্ত করতেই আলু ভাজা জোগাড় করাই একমাত্র ভরসা এখন পুলিশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =