আলুর দাম বৃদ্ধি পাওয়ার জন্য মিডডে মিলে বাচ্চাদের পাতে আলু দিতে সমস্যা হচ্ছে,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ২৬,জুলাই :: কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন ৷ এর ফলে বাজারে আলুর জোগান কমেছে ৷ তার জেরে দাম বাড়ছে আলুর।হিমঘর বোঝাই আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে ।

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ৷ ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ কাজ ৷ফলেই আলুর বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের । এমনিতেই খুচরো বাজারে আলুর দাম ৩০ টাকা থেকে বেড়ে ৪০টাকা (কেজি প্রতি) হয়েছে ।

যার জন্য বিপাকে পরেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী এলাকার বিভিন্ন স্কুল। স্কুল শিক্ষকরা জানান আলুর ঊর্ধ্বমুখী দামের কারণে বিপাকে পড়তে চলেছে ছাত্র-ছাত্রীদের মিডডে মিলের ব্যবস্থা। আলুর দাম বৃদ্ধি পাওয়ার জন্য মিডডে মিলে বাচ্চাদের পাতে আলু দিতে সমস্যা হচ্ছে, যাতে আলুর দাম কমে সেটাই চাইছেন শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =