আলু চাষে সারা দেশে ২য় স্থান অধিকার করে রয়েছে পশ্চিমবঙ্গ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: আলু চাষে সারা দেশে ২য় স্থান অধিকার করে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হুগলি, দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমান। চাষীদের অক্লান্ত পরিশ্রমে আলুর ফলন আশাতীত হলেও দাম ও প্রকৃতির খামখেয়ালি তে প্রতিবছর চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কয়েকদিন আগেও ডানা ঘূর্ণি ঝড়ের প্রভাবে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শস্য গোলা পূর্ব বর্ধমানের চাষীরা। তাঁর পরও চাষীরা এই জমিতেই সোনার ফসল ফলাচ্ছে।

রায়নার নতু অঞ্চলের নীলকণ্ঠ হিমঘরের মালিক সহ হিম ঘর কতৃপক্ষ এর তরফ থেকে বনগ্রাম এলাকার উন্নত ধরণের আলুচাষ কেমন হয়েছে তা পরিদর্শনে যান এদিন। এলাকার একাধিক চাষীদের কাছে কত পরিমান চাষ হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন এবং আলু চাষে ফড়ে দের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =