নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: প্রচুর পরিমাণে আলুর যোগান থাকা সত্ত্বেও কলকাতার বেশ কয়েকটি বাজারে আলু বিক্রেতারা আলুর দাম অনেক বেশি নিচ্ছেন, খবর পেয়ে টাস্কোফর্সের সদস্যরা কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেন।।
কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটে আজ সকাল বেলায় ট্রান্সপোর্টে সদস্যরা এসে পৌঁছন কারণ তাদের কাছে খবর ছিল ৩৫ টাকা প্রতি কেজি এই বাজারে আলু বিক্রি হচ্ছে। টক ফোর্স এর সদস্যরা ধমক দেন আলু বিক্রেতাদের।। আলু প্রতি কেজি ,৩০ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেন টাস্কফোর্সের সদস্যরা।।