আলু বীজে পচন ও হরিণের তান্ডবে দিশেহারা বাঁকুড়া জয়পুরের আলুচাষিরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: পচন ধরছে পেপসি কোম্পানির আলুবীজে, মাথায় হাত পড়েছে জয়পুর জঙ্গল লাগোয়া ত্রিবঙ্ক গ্রামের আলুচাষিদের। আলুবীজের গুণগত মান ভালো না হওয়ায় জমিতেই পেপসি কোম্পানির আলুবীজের গাছের মূল পচতে শুরু করেছে। যার ফলে বহু আলুগাছ জমিতেই মারা যাচ্ছে ,ফাঁকা হয়ে যাচ্ছে বড়-বড় জমি।

ঋণ নিয়ে মোটা টাকা খরচ করে লাগানো আলুজমির এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন জয়পুর ব্লকের ত্রিবঙ্ক গ্রামের চাষীরা। পেপসি কোম্পানির আলু বীজের ৫০ কেজি বস্তার বাজার মূল্য ১৮০০ টাকা। চাষীদের দাবি দাম খুব বেশি হলেও কোম্পানি থেকে যে আলু বীজ পাওয়া গেছে তার গুণগত মান ভালো হবে এমনটাই তারা আসা করেছিলেন ,কিন্তু হলো তাঁর ঠিক উলটো।

জমিতে লাগানো আলু বীজ থেকে অঙ্কুরিত গাছ ছোট অবস্থাতেই মারা যাচ্ছে। তার উপর বন শুয়োর, হরিণ ,হাতি ,ও অন্যান্য জন্তুদের দাপটে নষ্ট হচ্ছে আলুর গাছ। কৃষকরা মধ্য রাত অবধি জমি পাহারা দিয়েও বন্য জন্তুদের অত্যাচার থামাতে পারছেন না। তার পর ঠিকমতো আলুর সাইজ না হলে এই কোম্পানির লোক আলু কিনবে না এমনটাই জানাছেন আলুচাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =