নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: জেলা শাসকের নির্দেশে আলু সংরক্ষণের প্রক্রিয়াকরণ শুরু করল মালদা জেলা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন। এই মর্মে চলতি মাসের এক তারিখ থেকে কৃষকদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য টোকেন দেওয়া শুরু হল।
আলুর বন্ড দেওয়াকে ঘিরে বিগত দিনে বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কথা মাথায় রেখেই এবছর তাই বন্ডের পরিবর্তে কুপন পদ্ধতি চালু করা হয়েছে।
আগামীতে কুপুনের নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিটি আলু চাষীরা বন্ড সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে। জানা গেছে আদিনা সমবায় সহ জেলার একাধিক সমবায় সমিতি থেকে টোকেন দেওয়া হচ্ছে কৃষকদের।
এদিকে হিমঘর গুলিতে আলু সংরক্ষণের জন্য টোকেন নিতে সকাল থেকেই মালদা জেলার একাধিক হিমঘরে গুলিতে ভিড় লক্ষ্য করা গেল।
এই বিষয়ে মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা জেলার সমস্ত আলু চাষীদের আলু সংরক্ষণ নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে এই সমস্ত কৃষকরা বন্ড অনুযায়ী আলু সংরক্ষণ করতে পারবেন বিভিন্ন হিমঘর গুলিতে।