নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ২,জানুয়ারি :: দীঘার বিস্তীর্ণ সৈকত জুড়ে থাকছে অনুষ্ঠান ও হুল্লোড়ের বিপুল আয়োজন। ইতিমধ্যেই বর্ষবরণের মুহূর্তকে উপভোগ করতে দীঘার হোটেলগুলিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমানে পর্যটক ভীড় জমিয়েছেন বলে হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।
প্রশাসনও পর্যটকদের এই বিপুল ভীড় সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমানে সিসিটিভি ক্যামেরা, পুলিশ, নুলিয়াদের তৈরি রাখা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
দীঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানানো হয়েছে, বর্ষ বিদায় ও নতুন বছরের আগমনে প্রতি বছর দীঘায় বিপুল পরিমানে পর্যটক ভীড় জমান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সূত্রের খবর, ইতিমধ্যেই দীঘার হোটেলগুলির ৫০ শতাংশ ঘর বুক হয়ে গিয়েছে, মন্দারমনির প্রায় অধিকাংশ হোটেল ভর্তি।
পর্যটকরা যেভাবে ভীড় জমাচ্ছেন তাতে আজ রাতে দীঘায় পা ফেলার জায়গা মেলা ভার হয়ে যাবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রশাসনিক ভাবে এবার দীঘায় কোনও অনুষ্ঠানের আয়োজন না হলেও বহু হোটেল নিজেদের উদ্যোগে একাধিক মনোরঞ্জনের আয়োজন করেছে।
দীঘা, মন্দারমনিতে একাধিক হোটেল প্যাকেজ সিস্টেমে হোটেলে ভুরিভোজের আয়োজন সহ মনোরঞ্জনের বন্দোবস্ত করেছে বলে খবর।