নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ০৬,অক্টোবর :: আরবান আশা কর্মী অর্থাৎ পৌর আশা কর্মী এবং রুরাল আশাকর্মী অর্থাৎ গ্রামীণ আশা কর্মীদের তরফ থেকে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আজ শুক্রবার দুপুর ২ টোর সময় মিছিলের মধ্যে দিয়ে ‘নবান্ন অভিযান’ শুরু করা হল।
মূলত তাদের দাবি – তাদের জন্য রাজ্য সরকার যে ফিক্সড ভাতা দেয় তা বৃদ্ধি করে সরকারি কর্মীর ন্যায় সমস্ত ধরনের সুবিধা প্রদান সহ একাধিক দাবি নিয়ে তারা নবান্ন অভিযান করছেন। তাদের বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে তুলে ধরতে চান তারা। এছাড়াও এদিন তারা কলকাতার ধর্মতলা মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখান