সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত : সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ৮,জানুয়ারি :: আজ বিশিষ্ট ঔপন্যাসিক তথা গল্পকার ও শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্ম দিবস । তাঁর জন্ম ৮ জানুয়ারি, ১৯০৯, মৃত্যু ১২ জুলাই, ১৯৯৫। তাঁর রচিত প্রথম প্রতিশ্রুতি, সুবর্নলতা ও বকুলকথা উপন্যাস এই তিনটি উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস।
