সুদেষ্ণা মন্ডল / সজল দাশগুপ্ত : সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ৮,জানুয়ারি :: আজ বিশিষ্ট ঔপন্যাসিক তথা গল্পকার ও শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর জন্ম দিবস । তাঁর জন্ম ৮ জানুয়ারি, ১৯০৯, মৃত্যু ১২ জুলাই, ১৯৯৫। তাঁর রচিত প্রথম প্রতিশ্রুতি, সুবর্নলতা ও বকুলকথা উপন্যাস এই তিনটি উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস।
তাঁর রচনায় মধ্যবিত্ত সমাজ জীবনের চিত্র ফুটে উঠেছে। তিনি অন্তত দেড় হাজারের বেশি গল্প লিখেছেন। এছাড়া আড়াইশোর বেশি উপন্যাস লিখেছেন। ১৯৯৫ সালের ১২ জুলাই তিনি প্রয়াত হন। জন্মদিবসে তাঁর প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম রইল ।