আশা কর্মীদের আন্দোলনে পুলিশের বাধা, সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ২১,জানুয়ারি :: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামা আশাকর্মীদের পথে বাধা দেওয়ার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ পুলিশ ও জিআরপির বিরুদ্ধে।

অভিযোগ, বুধবার সকালে স্বাস্থ্যভবন অভিমুখে যাওয়ার জন্য ট্রেন ধরতে আসানসোল স্টেশনে পৌঁছনোর সময় আশাকর্মীদের যৌথভাবে আটকায় পুলিশ ও জিআরপি। আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে আন্দোলনরত আশাকর্মীদের প্রতি নৈতিক সমর্থনের কথা জানান এক বিজেপি নেতা। তিনি বলেন, “আশাকর্মীরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড।

তাঁদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমন করতে পুলিশকে ব্যবহার করছে রাজ্য সরকার।”বক্তব্যে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে ভয় দেখিয়ে ও বলপ্রয়োগ করে দমন করার চেষ্টা চলছে।

আশাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি জানান, প্রয়োজনে আন্দোলনকারীদের শিয়ালদহ যাওয়ার জন্য পরিবহণের ব্যবস্থাও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =