আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহকুমা পরিষদ অভিযান, কর্ম বিরতির কারণে থমকে স্বাস্থ্য পরিষেবা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: *লাগাতার কর্ম বিরতির পথে আশা কর্মীরা, স্বাস্থ্য পরিষেবা বেহাল,লাগাতার কর্মবিরতির পথে রয়েছেন আশা কর্মীরা। বেতন বৃদ্ধি, অতিরিক্ত কাজের চাপ কমানো এছাড়া আরো কিছু দাবি-দাওয়া নিয়ে মহকুমা পরিষদ অভিযান করেন আশা কর্মীরা।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকার আশা কর্মীরা। রীতিমতো হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান তোলেন তারা মহকুমা পরিষদ চত্বর এলাকায়। আশা কর্মীদের অভিযোগ, অনেকদিন ধরে অল্প পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। তবে অতিরিক্ত কাজ করলেও সময় অনুসারে ইনটেনসিভও পাচ্ছেন না।এদিকে কাজের চাপ ক্রমশ বেড়েই চলেছে। এসব দাবিতে বারংবার প্রশাসনের কাছে গেলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি আন্দোলনকারীদের। আশা কর্মীদের লাগাতার আন্দোলনের কারণে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।

বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি, গর্ভবতী মায়েদের পরিচর্যা, টিকাকরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সচেতনতা যাবতীয় কার্যপ্রণালী থমকে রয়েছে। সেই কারণে গ্রাম ও শহরতলীর বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা কর্মীরা স্পষ্টভাবে জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 10 =