নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: শুক্রবার ১০,অক্টোবর :: পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আশুতি মোল্লাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের
এক রাধুনী ঊষা নস্কর(৫৫) নামে এক আইসিডিএস কর্মী আহত হয়। যদিও সেই সময় কোন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে স্কুলে না পৌঁছানোয় বড়সড় দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে।ঘটনাস্থলে বজবজ ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন পৌঁছালেও আশুতি এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ কয়ালের কথা অনুযায়ী স্থানীয় মানুষজনের সহায়তাতেই খুব দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।
ওই একই রান্নাঘরে সকালে যেমন অঙ্গনওয়াড়ির রান্না হয় ঠিক তেমনি দুপুরে মিডডে মিল রান্নাও করা হতো। ফলস্বরূপ ওই মুহূর্তে রান্নাঘরে থাকা আরো চারটি ভরা সিলিন্ডার স্থানীয়রাই খুব দ্রুত সেগুলোকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়।
আগুন লেগে যাওয়ার কারণে রান্নাঘরে থাকা চাল ডাল সহ, রান্না করে খাওয়ার জন্য নিয়ে আসা ডিমও পুড়ে ছাই হয়ে যায়। বড়োসড় দুর্ঘটনা এড়াতে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পঠন-পাঠন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে আজ স্কুল বন্ধ রাখা হয়েছে।
ঘটনাস্থলে সিইএসসির কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ যাতে পুনরায় চালু করা যায় তার চেষ্টা করছে। উষা নস্কর নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগুন নেভাতে গিয়ে তার দুটি হাতই বেশ খানিকটা ঝলসে গিয়েছে।