কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: আশ্বিনের ঝড়ে ভেঙ্গে পড়লো এক দিন মজুরের কাঁচা বাড়ি।বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি।মৃত্যু হয়েছে একটি ছাগলের।রাতে টহলরত পুলিস ও সিভিল ভলেন্টিয়ার্স এর তৎপরতায় প্রাণে রক্ষা পেল দম্পতি।
ঘটনাটি ঘটেছে রাত একটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডি হরিজন পাড়ায়।আহত হয়েছে আনন্দ দাস(৬২) ও তার স্ত্রী ভাগো দাস(৫০)। রাত থেকে শুরু হয়েছে ঝড়।সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাচা বাড়িটি ভেঙ্গে পড়ে।
বাড়ির তলায় চাপা পড়ে যায় দম্পতি।তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ও সিভিল ভলেন্টিয়ার্স।টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন।
পরিবারের লোকেরা আহত দম্পতিকে রাতেই কুশিদা উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।