নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: করোনা আবহে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পানশালা খোলা পাঠশালা বন্ধ বলে ক্ষোভ উগড়ে দিচ্ছে নানা রাজনৈতিক দল , সংগঠন । কবে সচল হবে বিদ্যালয় তার এখনো কোনো ঘোষনা নেই । ছাত্র ছাত্রীরা স্কুল মুখো হতে পারছে না। তাতে কি ? আসছেন বিদ্যার দেবী যথাসময়েই ।বিনোদন এর দিকে নজর দিচ্ছেন আয়োজকরা নানা জায়গায় ।
মেলা , খেলার দেদার আয়োজন । বিতর্ক যাই থাক এরই মধ্যে আগামী ৫ ই ফেব্রুয়ারি বিদ্যার দেবী সরস্বতী বন্দনায় মাতবে আপামর বাঙালি সহ পড়ুয়ারা ।বর্ধমান জেলা জুড়ে ক্লাব, পাড়ায় পাড়ায় কোভিড বিধি মেনে আয়োজন করা হচ্ছে সরস্বতী পুজো’র ।
পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার অন্তর্গত কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘের পরিচালনায় সরস্বতী পুজো এবার পাঁচ বছরে পদার্পন করছে। এবছর তাদের পুজোর মুখ্য আকর্ষণ ৪৫ ফুটের দেবী মূর্তি।
পুজো কমিটির সভাপতি অরুণ ঘোষ এবং সম্পাদক অরূপ ঘোষ জানিয়েছেন, এলাকার কচিকাঁচাদের আনন্দ দিতে এবছর একটু অন্য ভাবনায় দেবী বন্দনার আয়োজন করা হচ্ছে।৬ দিন ব্যাপী এই পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। পাশপাশি বিভিন্ন দিনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। তাঁরা জানিয়েছেন, বিভিন্ন দিনে মেলার মঞ্চে যেমন বাউল গানের আসর বসবে ।