সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: বৃহস্পতিবার ২৪,অক্টোবর :: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, আর কয়েক ঘন্টা বাদে আছরে পড়তে পারে সুন্দরবনের বিভিন্ন এলাকায়, এখনো চলছে মাইকিং প্রচার সঙ্গে চলছে সাধারণ মানুষদের নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়ার কাজ ।
পাশাপাশি নদী বাঁধ মেরামতের কাজ চলছে যে সমস্ত নদী বাঁধগুলো নড়বড়ে অবস্থা হয়ে গেছে সেগুলোকে মজবুত করার চেষ্টা করা হচ্ছে, সেচ দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি ভোর পাঁচটা থেকে লাগাতার বৃষ্টি একভাবে মাঝারি বৃষ্টি হয়ে যাচ্ছে, বেলা যত বাড়ছে বৃষ্টির পরিমাণ তত বাড়ছে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।
পাশাপাশি আতঙ্কে দিন গুনছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষ । আকাশ মুখ ভার করে আছে, বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। নদীর জলোচ্ছ্বাস বাড়ছে উত্তাল হচ্ছে নদী।