সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ ::বিনোদন ডেস্ক :: মঙ্গলবার ১২,আগস্ট :: এবার দুই জলি মুখোমুখি! ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর পর বড় পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির সেই বহু প্রতীক্ষিত তৃতীয় সিজন। ‘জলি এলএলবি ৩’।
একদিকে আরশাদ ওয়ার্সি অন্যদিকে অক্ষয় কুমার, আর মাঝখানে এক জমজমাট কোর্টরুম যুদ্ধ। সোমবার মুক্তি পেল জলি এলএলবি ৩’ এর ফার্স্ট লুক । আর সেখানে দেখা গেল অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ার্শিকে ।
দেখা যাচ্ছে, একটা দরজা দিয়ে ঠেলে বেরনোর চেষ্টা করছেন তাঁরা । আর সেই ছবি দেখে মনে করা হচ্ছে, এবার একেবারে মুখোমুখি সংঘর্ষ অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ার্শির । কিন্তু আসল ‘জলি’-কে, সেই নিয়েই এবার সমস্যা শুরু হবে বড়পর্দায় ।