কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: আসন্ন ব্রিগেড সমাবেশের সমর্থনে মালদার মানিকচকে সিপিআইএমের শ্রমিক-কৃষক-ক্ষেত মজুর ও বস্তি ফেডারেশনের জোরদার প্রচারাভিযান। প্রচারের অঙ্গ হিসেবে মানিকচকে সমস্ত সংগঠনের ডাকে গণ কনভেশনশন।
গণ কনভেনশনের অঙ্গ হিসেবে মানিকচকে মিছিল। মিছিল শেষে কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে প্রতীকি বাজেটের প্রতিলিপি পোড়ানো হয় । জোরদার বিক্ষোভ প্রদর্শন। মিছিল ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, সিপিআইএম নেতা জামিল ফিরদৌস সহ অন্যান্যরা।