নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১১,সেপ্টেম্বর :: আসন্ন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।
কলকাতার একটি পাঁচ তারা হোটেলে। দিল্লি থেকে ভারতীয় নির্বাচন কমিশনের দুই উচ্চপদস্থ ডেপুটি ইলেকশন কমিশনারের উপস্থিতিতে এবং এ রাজ্যের সিইও আরিজ আফতাবের উপস্থিতিতে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা মুখ্য নির্বাচন আধিকারিকগনকে নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়।
মূলত বর্তমানে এর রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি, আগামী দিনে এরাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও তার বিভিন্ন খুঁটিনাটি বিষয়,,, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নীতি,, এক দেশ এক ভোট এর মত বিষয়গুলি ইমপ্লিমেন্ট করার বিষয়ে তাদের মতামত নেওয়া হয়।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী এরাজ্যে কি পরিমান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এর প্রয়োজন রয়েছে সে সম্পর্কেও বিশদ আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।