নিজস্ব সংবাদদাতা :: সংবাদ :প্রবাহ : আসানসোল :: বুধবার ২,এপ্রিল :: আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়ক এর মেলাকলা মোড়ের কাছে একটি পথ দুর্ঘটনা। জানা গেছে, আসানসোলগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। গাড়িতে মোট তিনজন যাত্রী ছিল বলে জানা গেছে , এবং তারা সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।