নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১,জানুয়ারি :: আজ বছরের প্রথম দিন । আর এদিনেই আসানসোলের অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন জলাধারে জমে উঠেছে পিকনিক।দূরদূরান্ত থেকে মানুষ আসছে মাইথন জলাধারে পিকনিকের আনন্দ উপভোগ করতে।
তবে ঠান্ডা বেশি থাকায় অন্য দিনের তুলনায় মানুষের ভিড় সামান্য কম। তবে পর্যটকরা বলছে আজকে বছরের প্রথম দিনে মাইথন জলাধারে দৃশ্য খুবই সুন্দর।ঠান্ডা বাতাসে নৌকা,গান,বাজনা,খাওয়া দাওয়া নিয়ে জমে রয়েছে মাইথন।