আসানসোলের জামুরিয়ায় জলজ জন্তু কে ঘিরে এলাকায় আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল ::  মদনতোড় গ্রাম পঞ্চায়েতের মদনতোড় গ্রামে ইন্দ নামে একটি পুকুরে বড় আকৃতির জলজ জন্তু কে ঘিরে এলাকাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জামুরিয়া থানার পুলিশ ও বনদপ্তর আধিকারিকরা। প্রতিদিন কয়েক হাজার মানুষ ভিড় জমাচ্ছেন ঐ পুকুর পাড়ে।পুকুরে জলে নামা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি গত তিনদিন ধরে জলের মধ্যে বিশালাকৃতি কাল ও লম্বা একটি প্রাণী দুপুর তিনটে থেকে পুকুরে চারপাশ ঘুরে বেড়াচ্ছে। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দাবি করছেন যে এই প্রাণীটি বিশালাকৃতির কুমির বা সাপ হতে পারে। আবার স্থানীয়দের একাংশ দাবি করেছেন যেহেতু এই পুকুরে দুর্গা ও লক্ষ্মী প্রতিমা সহ অন্যান্য প্রতিমা বিসর্জন দেয়া হয় ফলে এটা ঈশ্বরের লীলা হতে পারে বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =