নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা নিখোঁজ।কুলটি এলাকায় এমনই পোস্টার পড়েছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে কুলটি এলাকায় আসানসোলের সাংসদ বিহারীবাবু নিখোঁজ।
যদিও সাংসদ নিখোঁজ এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।এই পোস্টারে উল্লেখ রয়েছে মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা জী বিহারীবাবু নামে পরিচিত।কিন্তু বিহারীদের সব থেকে বড় ছটপুজো উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ।আসানসোলের বিহারী জনতা তরফে এই পোস্টার লাগানো হয়েছে।
যদিও এই বিষয়টি কটাক্ষ করে তৃণমূলের কাউন্সিলার সেলিম আনসারি বলেন এইসব পাগল লোকেদের কাজ।উনি তো মাসে মাসে আসানসোলে আসেন।অন্যদিকে বিজেপি নেতা অমিত গরাই বলেন উনি বিহারীবাবু বলে পরিচিত অথচ ছটপুজো তিনি এলাকায় নেই।সাংসদ নিখোঁজের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।