আসানসোলের দরিদ্র অটো চালক এখন বিজেপির ১০৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলে বিজেপি সে ভাবে কিছু ভালো ফল করতে পারেনি ঠিকই কিন্তু নিজের জনপ্রিয়তার কামাল দেখিয়ে দিলেন ১০৩ নম্বর ওয়ার্ডের পেশায় অটো চালক তারকনাথ ধীবর ।একদিকে যখন প্রার্থীর স্বল্পতায় ভুগছিল বিজেপি ঠিক তখনই ১০৩ নম্বর ওয়ার্ডের জন্য প্রার্থীপদ স্বীকার করেন আর্থিক ভাবে দুর্বল এই টোটো চালক । প্রসঙ্গত উল্লেখযোগ্য যে তারক নাথের টোটোটি কিন্তু তার নিজের নয় । অন্যের টোটো ভাড়া নিয়ে চালাতেন তারকনাথ ।

১০৩ নম্বর ওয়ার্ডে র বিজেপি প্রার্থী পেশায় টোটোচালক, তারকনাথ ধীবর জয়ী।কিন্তু মানুষের আশীর্বাদে তিনি হয়ে গেলেন আসানসোল পুর কর্পোরেশনের একজন জনপ্রতিনিধি । তারকনাথ বাবু বলেছেন তিনি কাউন্সিলর হলেও কিন্তু নিজের পেশা ছাড়বেন না । কাউন্সিলর হয়ে তাঁর প্রথম কাজ হবে নিজের ওয়ার্ডের কিছু রাস্তায় আলোর ব্যবস্থা করা । তাঁর সহধর্মিনীও বললেন অনার এই নতুন কাজে তিনি সবসময় সবভাবেই পাশে থাকবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =