নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: -ইসিএলের চরনপুর কয়লাখনিতে বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে বাড়ি।এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ।এই অভিযোগ তুলে আসানসোলের বারাবনির চরনপুর কয়লাখনি অফিসে ব্যাপক ভাঙচুর।
অভিযোগ , উত্তেজিত জনতা অফিসে এসে ব্যাপক ভাঙচুর চালায়।অফিসের কম্পিউটার বের করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।এমনকি ইসিএলের বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায়।এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ভয়ে অফিসের কর্মীরা পালিয়ে যায়।খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ও সিআইএসএফ বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।