নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৬,জুলাই :: আসানসোলের বারাবোনি থানার পুলিশের হাতে গ্রেফতার তিনসাইবার অপরাধী।খবর বারাবনি থানার অন্তর্গত পানুড়িয়া গ্রামের বাসিন্দা চিন্তামনি চর অভিযোগ দায়ের করেন তারকাছে মোবাইল এটিএম বসানোর নামে ১২লক্ষ টাকার প্রতারনার শিকারের অভিযোগ।
ঘটনার তদন্তে নেমে বারাবনি থানার পুলিশ কলকাতার মধ্যমগ্রাম ও বাঁশদ্রোণী এলাকা থেকে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করে।তাদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশটি মোবাইল ফোন, একটি লেপটপ।আজ সাংবাদিক বৈঠকে যানান ডিসি,ওয়েস্ট সন্দীপকারা, এ সি পি হীরাপুর ঈপ্সিতাদত্ত, বারাবনি থানার আধীকারীক মনোরঞ্জন মন্ডল।
জানাযায় মধ্যমগ্রামে কল সেন্টারের আড়ালে এই সাইবার প্রতারণা চালাতো।যেখান থেকে এটিএম বসানো বা মোবাইল টাওয়ার বসানোর নাম সহ বিভিন্ন ভাবে ফোন করে প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র চালাতো!!এই চক্রের মাস্টার মাইন্ড সহ দুই মহিলা কে গ্রেফতার করে পুলিশ!!মাস্টার মাইন্ডের নাম শুভঙ্কর ব্রম্ভচারী!!মাস্টার মাইন্ডের বাড়ি কোলকাতা বাঁশদ্রোণী থানা এলাকায় এবং তার অফিস ছিলো মধ্যমগ্রাম এলাকায়!!ঘটনার তদন্তে পুলিশ!!