আসানসোলের বার্ণপুরের হাড়ামডি আদিবাসী গ্রামে ধুমধামে সহরায় উৎসব পালন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: আসানসোলের বার্ণপুরের হাড়ামডি আদিবাসী গ্রামে ধুমধামে সহরায় উৎসব পালন।ধামসা ও মাদলের তালে আদিবাসী মহিলারা নৃত্য পরিবেশন করেন। এই উপলক্ষ্যে পুরো গ্রাম কে সাজিয়ে তোলা হয়েছে।

আদিবাসী পুরুষরা ধামসা ও মাদল বাজায় এবং মহিলারা নৃত্য পরিবেশন করে।পাঁচদিন ধরে চলে এই সহরায় উৎসব।এই উৎসবে পাতড়া পিঠে সহ বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া চলে।সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =