নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১৫,মার্চ :: আসানসোলের বার্নপুরে হারমাডি গ্রামে এক অন্য দোল উৎসব । যা আদিবাসী সমাজের কাছে বাহা পরব নামে পরিচিত। মূল অনুষ্ঠানের দুদিন আগেই শুরু হয় বাহা পরব ।মোট তিনদিন ধরে চলতে থাকে এই উৎসব।
বাহা পরবের বিশেষ আকর্ষণ হল প্রকৃতিপ্রেমী হিসাবে কোন রং ব্যবহার করা হয় না । জঙ্গল থেকে তুলে আনা শাল-ফুল ও অন্যান্য ফুল ও জল দিয়ে নিজেদের মধ্যে বাহা পরবে মেতে ওঠে আদিবাসী সমাজের লোকজন।
দিনভর চলতে থাকে ধামসা মাদলের তালে তালে আদিবাসী নৃত্য পাশাপাশি বঙ্গ বাহা পরবকে সামনে রেখে চলে দেদার খাওয়া দাওয়া বাহা পরবের প্রথম দুদিন থাকে অন্যান্য অনুষ্ঠান তৃতীয় দিনে একে অপরকে জল দিয়েই খেলা হয় হোলি।