নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: আসানসোলে র বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুর্গাশোলে অবস্থিত বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযান চালাতে শুরু করে।
অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর ইডি টিম ঢুকেছে বাগরিয়া বাড়িতে। আসানসোল দক্ষিণ থানার মুর্গাশোল ৪১ নম্বর ওয়ার্ডে বাড়ি বালি ব্যবসায়ী বাগারিয়াদের।
বাগাড়িয়া পরিবার ঘুম থেকে ওঠার কিছু পরেই কেন্দ্রীয় টিম তাদের বাড়িতে পৌঁছায়। তারা প্রথমে সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং তারপর তদন্ত শুরু করে।
জানা গেছে বালি সিন্ডিকেট রাজ্যের বিভিন্ন জেলায় বালির ঘাট পরিচালনা করত এবং কোটি কোটি টাকার লেনদেন করত। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন বালিঘাটের সঙ্গে যুক্ত বাগারিয়ারা।
বাগারিয়াদের পুরুলিয়া বাঁকুড়াতে লৌহ ইস্পাত কারখানাও রয়েছে বেশ কয়েকটি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাদের বালিঘাট লিজহোল্ড ছিল। সরকারি বালিঘাটে আর্থিক তছরূপ এবং অবৈধভাবে মানিলন্ডারিং কেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই অভিযান।