নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: আসানসোলের রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক এলাকায় একটি গ্লাস ফ্যাক্টরির কাছে ১৯ নং জাতীয় ধারে একটি পেট্রোল পাম্পের পেছনের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সেই আগুন স্থানীয় মানুষরা রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও দমকল বিভাগে খবর দেন। সেই মতো এলাকায় পুলিশ আসে৷ দমকলের ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা এলাকায় পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। যে জায়গার জঙ্গলে এই আগুন লাগার ঘটনাটি ঘটে, তার সামান্য দূরে রয়েছে একটি পেট্রোল পাম্প।
এলাকা দিয়ে গেছে হাই টেনশন বিদ্যুতের তার। যে কারণে এলাকায় একটা আতঙ্ক তৈরি হয়। যদিও দমকলকর্মী দ্রুততা ও তৎপরতার সঙ্গে আগুন বেশ কিছুক্ষনের চেষ্টায় কাবু করে ফেলায় বড় কোন ঘটনা ঘটেনি।