নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোল উত্তর থানার অধীন রেলপার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাড়িতে কর্মরত এএসআই নিতাই হালদারের মৃতদেহ রেলপার এলাকারই মহুয়াডাঙা পুলিশ আবাসনে উদ্ধার হওয়ার পর এদিন আসানসোলের পুলিশ মহলে নেমে আসে শোকের ছায়া।শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন ৩৯ বছর বয়সী ওই এএসআই। পুলিশ আবাসনে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হওয়ার পর নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল কুলদীপ সোনেওয়াল এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, পোস্টমর্টেম রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ বলা যাবেনা। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত হবে।