আসানসোলের লচ্ছিপুরের নিষিদ্ধ পল্লীতে ছিনতাই লক্ষাধিক – গ্রেপ্তার দুই অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১১,এপ্রিল :: গত বুধবার রাত্রে ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে ওম শংকর সহ চার বন্ধু মিলে আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর নিষিদ্ধ পল্লীতে আসেন ঘুরতে।

সেখানে তারা গাড়ি পার্কিং করার সময় তাদের উপর প্রায় পাঁচজন ব্যক্তি চড়াও হয় ওম শঙ্কর সহ চার বন্ধুকে বেধড়ক মারতে থাকে এবং তাদের কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা সাথে মোবাইলের মাধ্যমে ৬০ হাজার টাকার ট্রানজেকশন করে নেওয়ার অর্থাৎ ছিনতাই করার অভিযোগ করেন ঝাড়খন্ড রাজ্যের ওম শঙ্কর।

ছিনতাই এর ঘটনার পর তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে গতকাল তারা মৌখিক অভিযোগ জানায় । ঘটনার তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। এরপর গতকাল গভীর রাত্রে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের  দলবল লছিপুর নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জানা যায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eighteen =