নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৩১,অক্টোবর :: আসানসোল পৌরনিগমের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবৈধভাবে রাস্তার উপর আবাসন সহ দোকান বানানো হয়, দীর্ঘদিন ধরে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর কাছে অভিযোগ জানানো হয়। পূজোর উৎসবের আগে মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন পূজোর পর বেআইনি নির্মাণ ভাঙ্গার কাজ শুরু হবে।
মঙ্গলবার সকালে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীকে নিয়ে মেয়র বিধান উপাধ্যায় ঘটনাস্থলে পরিদর্শনে যান। তিনি জানান আসানসোল পৌরনিগমের কাছে অভিযোগ ছিল কিন্তু হাইকোর্টে মামলা থাকাতে কোন পদক্ষেপ নেওয়া হয় নি । এবার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন তাই আগামী কাল থেকে ভাঙ্গার কাজ শুরু হবে। তিনি জানান পুরো বাড়ীটাই বেআইনী ভাবে করা হয়েছে এবং পুরো বাড়ীটা ভাঙা হবে।