নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১,আগস্ট :: উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের আসানসোলে একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টা। এই ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। গ্রেফতার হওয়া পাচারকারী রাজেন্দ্র প্রসাদ পুরুলিয়ার পারবেলিয়ার নিতুরিয়ার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে আসানসোল এসবিএসটিসি বা সাউথ বেঙ্গল স্টেট টান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে গ্রেফতার হয় এই পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট।
এই ঘটনায় জড়িত অন্যান্য দের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফের একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে বুধবার রাতে আসানসোলগামী বাসে উঠেছিলো। মালদার কালিয়াচক থেকে আমের পেটিতে লুকিয়ে জাল নোট পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা।
বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল বাস ডিপোতে পৌঁছতেই এসটিএফের কর্মীরা তৎপর হয়ে উঠে।। আমের পেটি নিতে আসা ব্যক্তিকে অনুসরণ করেন তারা। আমের পেটি হাতে নিতেই তাকে ধরে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ জাল নোট। এই নোটগুলোর মধ্যে বেশিরভাগই ৫০০ টাকার বলে জানা গেছে।