নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৩,জুলাই :: পঞ্চায়েত নির্বাচনের প্রথম দিন থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপক সন্ত্রাস চালিয়েছে ।
প্রচুর বাম কর্মী সমর্থকদের মারা হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া এবং হাত পা ভাঙ্গার ঘটনা তো আছে বলে জানান আসানসোলে বামফ্রন্টের লোকাল কমিটির সদস্য পার্থ মুখার্জি। তিনি জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্দেশ দিয়েছিলেন কোন সন্ত্রাস হবে না অথচ পান্ডবেশ্বর থেকে শুরু করে বারাবনি এলাকায় ব্যাপক সন্ত্রাস হয়েছে।
জনগণ বুঝে গেছেন তাই বামফ্রন্টের আন্দোলন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে আগামী দিনে সর্বত্র ছড়িয়ে পড়বে এই আন্দোলন। বুধবার বিকালে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে বামফ্রন্টের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের অত্যাচারের প্রতিবাদে একটা বিক্ষোভ সমাবেশে করা হয় | এই সমাবেশে বামফ্রন্টের নেতৃত্ব ও মহিলা সমিতির নেতৃত্ব উপস্থিত ছিলেন।