আসানসোলে প্রায় ৩ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। আর তা নিয়েই রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৭,ডিসেম্বর :: রাজ্যে এসআইআরের কাজ শেষ মুহূর্তে। পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত ৮৫.৬১ শতাংশ এন্যুমারেশন ফর্ম ডিজিটালাইজেশনের কাজ শেষ হয়েছে।

জেলা শাসক এস পোন্নামবলম জানিয়েছেন, জেলার পরিসংখ্যান দেখতে গিয়ে পাওয়া গিয়েছে জেলায় এখনও পর্যন্ত পর্যন্ত মোট মৃত ভোটারের সংখ্যা 93138 এবং 57256 জন ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।পাশাপাশি পাকাপাকি ভাবে স্থানান্তরিত হয়েছেন এমন ১ লক্ষ ১৯ হাজার বাসিন্দার নাম আছে। অর্থ্যাৎ প্রায় ৩ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। আর তা নিয়েই রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে।

বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিন কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন “ভোটার লিস্টে এই যে ৩ লক্ষ মৃত ও ভুয়ো ভোটার আছে, সেই ভোটারদের ভুয়ো ভোটেই তৃণমূল এত দিন পর্যন্ত জিতে আসছিল।

এসআইআরের পরে এই ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ হয়ে যাওয়ার পরে আর তৃণমূল কারচুপি করে জিতে পারবে না।” অন্যদিকে তৃনমুল এই অভিযোগ অস্বীকার করেছে, ভোট আসছে তাই এই সকল কথা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fourteen =