নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::আসানসোল :: বুধবার ৩,সেপ্টেম্বর :: আসানসোলের জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা টানা ১৮ ঘণ্টা পথ অবরোধে সামিল হন।
সূত্রে জানা গেছে, সোমবার রাতে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ পথ দুর্ঘটনায় আসানসোলের সালানপুর থানার শ্রীরামপুরের বাসিন্দা অশোক মাহাতো (৫০) মারা যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আসানসোল কল্যানেশ্বরী রোড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এলআইসি এজেন্ট অশোক মাহাতো। সেই সময় লোহার রড বোঝাই দ্রুতগামী একটি ট্রাক অশোকবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ওপর ছিটকে পড়েন এবং জখম হয়।
তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে তার মৃত্যু হয়। এরপরই উত্তেজিত জনতা রাস্তা আটকে রেখে বিক্ষোভ শুরু করে। অবরোধের জেরে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয়রা। ঘটনাস্থলে বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। অবশেষে প্রশাসনের আশ্বাসে ১৮ ঘণ্টা পর অবরোধ ওঠে।
পুলিশ জানিয়েছে, দোষী ট্রাক চালককে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় দুর্ঘটনা রুখতে দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।