CBI./ED, আসানসোল, ক্রাইম, জেলা, পচিমবন্গ, পশ্চিম বর্ধমান, পুলিশ, প্রশাসন, রাজ্য, শহরআসানসোলে বেশ কিছু জায়গায় দ্বিতীয় দিনে চলছে আয়কর তল্লাশি। Posted on December 14, 2023 by admin 14 Dec নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: আসানসোলে বেশকিছু জায়গায় দিত্বীয় দিনে চলছে আয়কর তল্লাশি।বার্নপুরের পুরানহাটে পঙ্কজ আগরওয়ালের বাড়িতে প্রায় ২৮ ঘন্টা ধরে আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশি চলছে। অন্যদিকে ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে ২৮ ঘন্টা ধরে আয়কর দপ্তরের অভিযান চলছে।তবে বুধবার রাতেই রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান শেষ হয়েছে। admin হাওড়ার মালি পাঁচঘড়া থানা এলাকার ধর্মতলা লেন এলাকায় স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দুর্গাপুরে কয়লা কান্ডে লালা ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই !!