নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রাজ্য তথা দেশ জুড়ে কয়লা পাচার মামলা শোরগোল ফেলেছে। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে ধরা পড়েছে ৮ ইসিএল আধিকারিক সহ বেশ কয়েকজন। ইতিমধ্যে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রথম বা সাপ্লিমেন্টারী চার্জশিট জমা দিয়েছে। তাতে ৪১ জনের নাম আছে।
ঠিক তখন নতুন পদ্ধতি আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকায় ইসিএলের কয়লা চুরির অভিযোগ তুলে সরব হলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
আবার বেশ কিছুদিন হলো নতুন পদ্ধতিতে কয়লা চুরি শুরু হয়েছে ইসিএলের লিজ হোল্ড খনি এলাকা থেকে। তার অভিযোগ, ইসিএলের লিজ হোল্ড কয়লাখনি আউটসোর্সিংয়ে মাধ্যমে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা কয়লা উত্তোলন করে। নিয়ম মতো সেই কয়লার পুরোটাই ইসিএলকে দেওয়ার কথা।
কিন্তু ঐ সংস্থা ৭৫/৮০ শতাংশ কয়লা ইসিএলকে দিচ্ছে। বাকি কয়লা তুলে দেওয়া হচ্ছে অবৈধ কয়লা কারবারীদের। যে পরিমাণ কয়লা ইসিএলের ডিপোতে পৌঁছানোর কথা তার থেকে অনেক পরিমাণ কম কয়লা পৌঁছাচ্ছে সেখানে। তিনি আরো বলেন, ডিপোতে সেই কয়লার ঘাটতি ঠিক করতে কয়লার সঙ্গে মেশানো হচ্ছে মাটি।