নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ১১,মে :: আসানসোল আদালতের পরিবেশকে উন্নত করতে অভিনব উদ্যোগ দেখা গেল।আসানসোল আদালতের জিআরও এর উদ্যোগ পানের পিক কিমবা গুটখার পিক যাতে দেওয়ালে না ফেলা হয় তারজন্য দেওয়ালে অভিনব চিত্র অঙ্কন করা হল।মহাত্মা গান্ধী থেকে শুরু করে যাবতীয় অঙ্কন করা হয়েছে।
এর মাধ্যমে সকলকেই বার্তা দেওয়া হয়েছে আদালতে সুন্দর পরিবেশ বজায় রাখুন।এর পাশাপাশি এই বিষয়ে একটি পত্রিকার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে।এই অনুষ্ঠানে আসানসোল আদালতে বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।