নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২৭,সেপ্টেম্বর :: আসানসোল আদালত চত্বরে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মদিবস উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান।
তিনি জানান পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্য আমরা বাংলা ভাষা শিখতে পেরেছি, তিনি প্রথম বিধবা বিবাহ আইন লাগু করা, নারী শিক্ষা, সমাজের সবাইকে শিক্ষিত করার উপর জোর দিয়েছিলেন, বর্ণপরিচয় বই লিখে সমাজের সবাইকে শিক্ষিত করার প্রচেষ্টা, বিভিন্ন বই লেখা, সমাজের উন্নয়নের উপর জোর দিয়েছিলেন তার দেখানো পথে চলে আজ আমরা বুঝতে পারছি তার অবদান।