নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৮, ডিসেম্বর :: কুচবিহার থেকে শুরু করে কামারহাটি পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা করা হবে, পশ্চিম বর্ধমান জামুরিয়া অঞ্চলে এই পদযাত্রাটি করা হয়। মূলত দাবি শিল্প বাঁচাও রাজ্য বাঁচাও কাজ বাঁচাও, পশ্চিম বর্ধমান এলাকায় সমস্ত শিল্প ভগ্ন দশায়।
মুখে এ সকল দাবি দাওয়া নিয়ে এই পদযাত্রাটি সংগঠিত হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন
সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জী, গৌরাঙ্গ চ্যাটার্জি, মানস দত্ত সহ সিপিআইএমের নেতা নেত্রীরা।

