নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১,নভেম্বর :: গত ২৯ শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস থাকলেও ছুটির দিন হওয়াতে ১ লা নভেম্বর আসানসোল জেলা হাসপাতালে পালন করা হয়। জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ শুভজিৎ দত্ত জানান বর্তমানে স্ট্রোকে আক্রান্ত রুগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিছু সাবধনাতা অবলম্বন করলে স্ট্রোকের কারণে মৃতুর হার কমানো সম্বভব।
তিনি জানান কারোর ব্লাড প্রেসার বেড়ে যাওয়া, চলার ও বলার অসুবিধা, বুকে ব্যাথা সহ বিভিন্ন অসুবিধা হলে তৎক্ষনাৎ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও জেলা হাসপাতালে চার ঘন্টার মধ্যে চিকিৎসা করলে মৃতুর হার আটকানো যাবে। বর্তমানে জেলা হাসপাতালে স্ট্রোকের জন্য সরকার থেকে দামী ইনজেকশন দেওয়া হচ্ছে যা প্রয়োগ করে অনেক রুগী ভালো হয়ে বাড়ী গেছেন ।
জনগণের কাছে আবেদন কারোর স্ট্রোক হবার আশঙ্কা মনে হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিতে। বুধবার বিশ্ব স্ট্রোক দিবস পালনে উপস্থিত ছিলেন সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, সহকারী সুপার ডাঃ ভাস্কর হাজরা।