নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ৩০,আগস্ট :: আসানসোল দক্ষিণ থানার দামরা পলাশডাঙ্গা জঙ্গলে শুক্রবার সকালে মিলল এক কিশোরীর পচাগলা দেহ। স্থানীয়দের চোখে পড়তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
প্রথমে মৃতার পরিচয় জানা না গেলেও শুক্রবার সন্ধ্যায় পরিবারের কাছে পৌঁছয় ভয়ঙ্কর সেই খবর মৃতা হলেন দুর্গাপুর থানার গোপালমাঠ রেল কলোনির ১৯ বছরের রুমা পাসওয়ান। পরিবার সূত্রে জানা যায়, ২৮ আগস্ট স্কুল যাওয়ার নাম করে বেরিয়েছিল রুমা। এরপর আর বাড়ি ফেরেনি।২৯ তারিখ সকালে পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেইদিনই সন্ধ্যায় পুলিশ পরিবারকে জানায়, আসানসোলের জঙ্গলে পাওয়া দেহটি রুমারই। পুলিশ সূত্রে খবর, দেহের গলায় স্পষ্ট দাগ ছিল, মুখ দিয়েও বেরোচ্ছিল রক্ত। প্রাথমিকভাবে অনুমান খুন।
তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো যাচ্ছে না। এদিকে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। প্রতিবেশী গর্জুন দাসের অভিযোগ,“ওকে খুন করা হয়েছে। আমরা সঠিক তদন্ত চাই, অপরাধীদের যেন শাস্তি হয়।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কেন এবং কীভাবে এমন নৃশংস পরিণতি হল রুমার সেই উত্তর মিলতে সময় লাগবে।